নৈতিকস্খলনজনিত কারণে সজিবুল ইসলাম তুষারকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৩:২৬ অপরাহ্ণ
সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিকস্খলনজনিত কারণে সজিবুল ইসলাম তুষারকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমে একটি প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা।
প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার এক জরুরি সভা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত বক্তব্যের ভিত্তিতে অনুসন্ধানপূর্বক সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শহর শাখার সভাপতি সজিবুল ইসলাম তুষারকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সাথে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকল প্রকার অন্যয়, অসামাজিক ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।