নৈতিকস্খলনজনিত কারণে রায়হান আনছারীকে বাসদ থেকে সাময়িক অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৩:০০ অপরাহ্ণ
দলের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে বাসদ থেকে রায়হান আনছারিকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল ২৮ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বাসদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল ২৮ আগস্ট শুক্রবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা কমিটি ও বর্ধিত ফোরামের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাসদের জেলা আহবায়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দলের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে বাসদ মৌলভীবাজার জেলা বর্ধিত ফোরামের সদস্য রায়হান আনছারীকে দলের সকল প্রকার দায়দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে বাসদের জেলা আহবায়ক অ্যাডভোকেট ময়নুর রহমান মগনুর পক্ষ থেকে রায়হান আনছারিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে বলা হয় ‘আপনি রায়হান আনছারী, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির বর্ধিত ফোরামের সদস্য থাকা অবস্থায় দলের শৃঙ্খলা বিরোধী কার্যক্রম, অনৈতিক জীবন যাপনে নিয়োজিত থাকায় কেন আপনাকে দলের সকল শাখা হতে অব্যাহতি প্রদান করা হবে না? সেই মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাইতে বলা হলো।
ইতোমধ্যে, আপনাকে সকল শাখার দায়দায়িত্ব থেকে অব্যাহতি সাময়িকভাবে অব্যাহতি দেয়া হলো।