মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় HFNC স্থাপন ও হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ২:৪৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
করোনা রোগীদের চিকিৎসায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে বিএমএ চিকিৎসক এবং প্রবাসীদের উদ্যোগে স্থাপন হয়েছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এইচএফএনসি।
আজ ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এইচএফএনসি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত, সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, মেয়র ফজলুর রহমানসহ চিকিৎসকেরা।
ডা. শাব্বির হোসেন খান বলেন, বিএমএ চিকিৎসক এবং প্রবাসীদের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউতে ম্যানিফোল্ড সিলিন্ডার অক্সিজেন প্লান্টসহ তিনটি এইচএফএনসি এবং কোভিড ডেডিকেটেড আইসিইউ সুরক্ষা স্থাপন ও হস্তান্তর করা হয়েছে। এই উদ্যোগের ফলে এখন করোনা রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া যাবে, ফলে বাঁচবে মানুষের প্রাণ।