রাজনগরে প্রাইভেট কার খাদে, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ৬:০৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে এক যাত্রী নিহত হয়েছেন। আজ ১৫ আগস্ট শনিবার মধ্যরাতে কুলাউড়াগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ফ ১১-৫০১৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাজনগর চা বাগানের ২৪ নং সেকশনের লালমাটিয়া এলাকায় রাস্তার পাশে খাদে পরে যায়। এসময় গাড়ির যাত্রী অনল রাম মালাকার (৫০) ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত অনল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মইনতাম গ্রামের নিতাই রাম মালাকার এর ছেলে। এ ঘটনায় গাড়ির চালক পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, নিহত যাত্রী মারাত্মকভাবে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। থানায় কোন মামলা হয়নি। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে আছে।