বিএনপি নেতা নূরুল আলম নোমান মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ৩:১২ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলা বিএনপি’র সহ-সম্পাদক নুরুল আলম নোমান মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
আজ ১৫ আগস্ট শনিবার সকাল ১১টায় হযরত শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। পরে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিএনপি’র দলীয় সূত্রে জানা গেছে, নুরুল আলম নোমান দীর্ঘদিন কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা দেখা দিলে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। নুরুল আলম নোমান এক সময় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি শোক প্রকাশ করেছে।