মৌলভীবাজার সদর আওয়ামী লীগের শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ২:০৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মৌলভীবাজারে নানা আয়োজনে পালন করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।
আজ ১৫ আগস্ট শনিবার সকালে বঙ্গবন্ধু মুর্যাল এ পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েবসহ অন্যান্য নেতাকর্মীরা। পরে মৌলভীবাজার মেয়র চত্বরের সম্মুখ থেকে একটি শোক র্যালি বের করে জেলা আওয়ামীলীগ। এতে অংশ নেন তারা।
এছাড়াও সদর উপজেলার ১২টি ইউনিয়নে গতকাল শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জামে মসজিদের দোয়া মাহফিলে অংশ নেন সাধরাণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব।