কাতারে সড়ক দুর্ঘটনায় আহত কুলাউড়ার যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার
কাতারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সন্ধ্যায় হোসাইন আহমেদ জুয়েল (২৮) নামের এক যুবক মারা গেছেন। নিহত যুবক কুলাউড়া পৌর শহরের জয়পাশা এলাকার আব্দুর রহিমের পুত্র।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ৬ আগস্ট একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় কাতারের আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে তিনি সড়কে পড়ে যান। এতে মাথায় প্রচন্ড আঘাত পান। স্থানীয় একটি হাসপাতালে ৩ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় মারা যান।
জুয়েলের শ্বশুর সাংবাদিক জয়নাল আবেদিন দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হোসাইন আহমেদ জুয়েলের তিন বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। জুয়েলের লাশ দেশে আনার চেষ্টা চলছে।