মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপুর মায়ের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট ২০২০, ২:১৭ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফিজ আলাউর রহমান টিপুর মাতা শোয়ারা বেগম (৫৬) এর ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ৪ আগস্ট মঙ্গলবার নিজবাসা নর্থলন্ডনে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বিরাইমাবাদ গ্রামের লন্ডনপ্রবাসী ওয়াসির মিয়ার স্ত্রী শোয়ারা বেগম স্বামীর সাথে পরিবার নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করতেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় একপর্যায়ে তার লিভার ক্যানসার ধরা পরে। এ অবস্থায়ই মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে তার ইন্তেকাল হয়। অসুস্থ মায়ের খবর পেয়ে পূর্ব থেকেই লন্ডনে অবস্থান করছেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফিয আলাউর রহমান টিপু। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মৌলভীবাজার জেলা আল ইসলাহর অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম পরিবারের বরাত দিয়ে বলেন, করোনা পরিস্থিতির কারনে তার লাশ নর্থলন্ডনেই দাফন করা হবে। এখনো জানাজার সময় ঠিক করা হয়নি।
জেলা আল ইসলাহর শোক : মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিয আলাউর রহমান টিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর নেতৃবৃন্দ। জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আলিম বলেন, ফুলতলি মসলকের এক নিবেদিত পরিবারের মহিলা ছিলেন শোয়ারা বেগম। মসলকের বিভিন্ন কার্যক্রমে তিনি পরোক্ষভাবে শরীক থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন। পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা।
পূর্বদিক প্রকাশক আলহাজ হাফিয সাব্বির আহমদের শোক : সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার বার্মিংহাম ইউকের পরিচালক ও সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক আলহাজ হাফিয সাব্বির আহমদ আলাউর রহমান টিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক বিদ্যমান। ইসলামের খেদমতে এই মহিলা ছিলেন নিবেদিত প্রাণ। বিশেষ করে ফুলতলি মসলকের সাথে তাদের আত্মীয়তা ও মসলকি সম্পর্ক সুদৃঢ়। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। পরিবারের সকল সদস্যকে সবরে জামিল এখতিয়ারের তওফিক দান করেন।