মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ৮:২৯ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
‘মুজিব বর্ষের আহ্বান-লাগাই গাছ বাড়াই বন’ এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
আজ ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে শহরের শহিদ মিনার প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সুয়েব) এর পরিচালনায় বৃক্ষরোপন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেনসহ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।