ঈদে চুরি-ছিনতাই রোধে শ্রীমঙ্গল পুলিশের মহড়া
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ৮:১৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চুরি-ছিনতাই রোধে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে শহর জুড়ে মোটরসাইকেল ও গাড়ী দিয়ে মহড়া দেয়া হয়েছে।
আজ ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত আব্দুছ ছালেকের নেতৃত্বে পুরো শহরে এ মহড়া দেওয়া হয়। এসময় পুলিশের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে শহর জুড়ে জনসচেতনতার লক্ষে মাইকিং করা হয়েছে।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনসহ পুলিশের একটি টিম। এসময় যাদের মুখে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে দিক নির্দেশনা দেয় এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ী এবং শহরে আসা সর্বসাধারণের উদ্দেশ্যে বলা হয় যে কোন প্রয়োজনে যে কোনো সময় থানা পুলিশকে অবহিত করতে। তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি সবাইকে সতর্কতার সহিত চলাফেরার নির্দেশ দেন শ্রীমঙ্গল থানা পুলিশ।