মৌলভীবাজারে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষ ।। নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ৮:০০ অপরাহ্ণ
মৌলভীবাজারের সদর উপজেলার ইমামবাজারে সিএনজি অটোরিক্সা স্ট্যন্ডের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে ১ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
পুলিশ জানায়, ইমামবাজার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে কমরু গ্রুপ ও রিপন গ্রুপ নামে শ্রমিকদের আলাদা দুটি গ্রুপ বিবদমান ছিলো। আজ ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে স্ট্যান্ড এলাকায় দুইপক্ষ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ফজলু মিয়া নামে এক পরিবহন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং দুপক্ষের ৫জন আহত হন। নিহত ফজলু মিয়া সদর উপজেলার আনিকেলি বড় গ্রামের কনর মিয়ার ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপালে চিকিৎসা নিচ্ছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।