মৌলভীবাজারে জেলা প্রশাসনের মাস্ক বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ৭:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন।
আজ ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নেতৃত্বে জেলা প্রশাসনের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মৌলভীবাজার শহরের চৌমোহনা পয়েন্ট, চাঁদনীঘাট এলাকা, সেন্ট্রাল রোড, কোর্ট রোড এবং কুসুমবাগ এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক রাস্তা হেঁটে হেঁটে সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ ও সচেতন করেন। এই সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এবং জেলা প্রশাসনের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।