স্মৃতিতে অম্লান এমাদ ভাই || মো. শফিকুল আলম
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ৪:৪৭ অপরাহ্ণ
মানুষ মরণশীল। পৃথিবীতে জন্মালে মৃত্যু অনিবার্য। আমাদের এই ইহকালীন জিন্দেগি মুসাফিরি জিন্দেগি। এই মুসাফিরি জিন্দেগিতে পরকালীন সম্বল প্রস্তুত করতে আমরা কেহ সফল, আবার কেহ বিফল। এই মুসাফিরি জিন্দেগিতে আমার দেখা একজন সফল মানুষ হলেন- এমাদ ভাই। তাঁর সম্পূর্ণ নাম হল মো. এমাদ উদ্দিন। তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই ফুলতলী মসলকের বিভিন্ন খেদমত আনজাম দিয়ে গেছেন। তিনি তালামীযে ইসলামিয়া ও আনজুমানে আল ইসলাহ’র বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সাথে আনজাম দিয়ে গেছেন। তিনি ও তাঁর ছোট ভাই আলহাজ মো. জসিম উদ্দীন এই মসলকের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। সুদূর ইউকেতে গিয়েও মসলকের জন্য সবসময় কাজ করে গেছেন। তিনি আনজুমানে আল ইসলাহ কভেন্ট্রি ইউকে শাখার সভাপতি ও ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের উপদেষ্টা ছিলেন। সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টার ইউকের পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমদ সাহেবের মাধ্যমে জানতে পারি তিনি সারাক্ষণ ইসলামের খেদমত করার চিন্তাভাবনা করতেন। ফুলতলী ছাহেব কিবলার মসলকের এক নিবেদিত প্রাণ হিসাবে ইউকেতে মসলকের প্রচার প্রসার করে গেছেন। ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকে খানকাহ মাহফিল পরিচালনার দায়িত্ব ছিল তাঁর। বড় ছাহেব কিবলাহ, ছোট ছাহেব কিবলাহ, অন্যান্য ছাহেবজাদাগণসহ ফুলতলী মসলকের উলামায়ে কেরামগণ ইউকের কভেন্ট্রিতে গেলেই তাঁদের মেহমানদারী করতেন। সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টারের পরিচালক তাঁর ছোট ভাই আলহাজ মো. জসিম উদ্দিন ভাই বলেন- আমরা আমাদের পরিবারের খুঁটি ও অভিভাবককে হারিয়েছি। তিনি যেভাবে আমাদের এই মসলকের খেদমত করে গেছেন তদ্রুপ আমাদের পরিবারের কখন কী প্রয়োজন সেটাও সুন্দরভাবে আনজাম দিয়ে গেছেন। আমাদের পরিবারে যখন কোন সমস্যায় পড়তাম ভাইয়ের কাছে গেলেই সমাধান পেয়ে যেতাম। আমাদের ভরসার ও আশ্রয়ের স্থল ছিলেন তিনি। এত কম সময়ে ভাইকে হারিয়ে ফেলবো ভাবতে পারিনি।
আমার সাথে তাঁর দেখা হয়েছে কয়েকবার। আমি তাঁকে দেখে ভাবতে পারিনি উনি একজন ইউকে প্রবাসী। তাঁর সদাচারণ আমাকে মুগ্ধ করেছে। উনার আচার আচরণ সাধারণ একজন মানুষের মত। দেখে মনেই হবে না উনি একজন বিত্তবান লোক। ২০১৬ সালে আমাদের মাদরাসার (লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসা, মৌলভীবাজার) গজল সন্ধ্যা অনুষ্ঠানে তাঁকে অতিথি হিসেবে আমন্ত্রণ করলে উনি এই অনুষ্ঠানে উপস্থিত হন। যতক্ষণ তাঁর সাথে ছিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম উনার মনেপ্রাণে শুধুই আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর বিভিন্ন খেদমতে কিভাবে নিজেকে জড়িয়ে রাখবেন এই চিন্তা ভাবনা তাঁর। আমাকেও উপদেশ দিয়ে গেলেন মনপ্রাণ দিয়ে খুলুসিয়তের সাথে যেন মসলকের জন্য কাজ করে যাই। সর্বশেষ তাঁর সাথে আমার গত ৬/৭ মাস আগে সাক্ষাত হয়। বিশেষ একটি কাজে তিনি মৌলভীবাজারে আসেন। উনার সাথে প্রায় সারাদিন কাটিয়েছি। কে জানে এই দেখাই উনার সাথে শেষ দেখা। জানিনা কেন আল্লাহ ভাল ভাল মানুষগুলো উনার মুলাকাতে নিয়ে যাচ্ছেন। আর আমরা ভাল ভাল মানুষগুলো হারিয়ে এতিম ও অভিভাবকহারা হচ্ছি।
বাবা হিসেবেও এমাদ ভাই একজন সফল বাবা। তাঁর দুই ছেলে ও একটি মেয়ে আছে। প্রতিটি সন্তানকে তিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁর জানাজার নামাজ তাঁর বড় ছেলে মো. হানিফ উদ্দিন পড়িয়েছে। এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে। সুদূর ইউকেতে বসবাস করেও উনার সন্তানদেরকে তিনি ইসলামী শিক্ষার পাশাপাশি মানবসেবার শিক্ষা দিয়ে গেছেন।
সত্যিকার অর্থে এমাদ ভাই একজন সফল মানুষ। তিনি ইহজগতে থাকাকালীন পরকালীন পাথেয় প্রস্তুত করে গেছেন। বলতে পারেন আমি কীভাবে এত জোড় দিয়ে বলছি! দেখুন একজন মানুষ তাঁর সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গেছেন, তিনি সদকায়ে জারিয়া হিসেবে বিভিন্ন মাদরাসা মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। হাদিসের ভাষ্যমতে নিঃসন্দেহে তিনি একজন জান্নাতি মানুষ।
তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ শামছ উদ্দীন ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে গেছেন। এই ট্রাস্ট আর্তমানবতার খেদমতে নিয়োজিত। বিভিন্ন অসহায় মানুষদেরকে ঘরবাড়ি বানিয়ে দিচ্ছে এই ট্রাস্ট। আমি নিজেই স্বাক্ষী রোহিঙ্গাদের লক্ষ লক্ষ টাকা এই ট্রাস্টের মাধ্যমে দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আমি উনাদের সফরসঙ্গী ছিলাম।
আলহাজ শামছ উদ্দীন ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনায় করেন উনারই সুযোগ্য ছোট ভাই ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. এমরান উদ্দীন। সামাজিক, পারিবারিক, ধর্মীয়, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রেই বলা যায় তিনি একজন সফল মানুষ। গত ১৪ জুলাই ২০২০ খ্রি. ইউকেতে রাত দেড়টার দিকে ইন্তেকাল করেন। আল্লাহ উনাকে জান্নাতের আ’লা দরজা দান করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য্যধারণ করার তাওফিক দান করুন। আমীন।
মো. শফিকুল আলম : অফিস সম্পাদক, মৌলভীবাজার জেলা আল ইসলাহ