মৌলভীবাজারে ফ্রি হোমিও ঔষধ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২০, ৮:৪০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে সাধারণ মানুষের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করেছে করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার ও ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা।
আজ ২৫ জুলাই শনিবার বিকাল ৩টায় রায়পুর সিএনজি স্ট্যান্ডস্থ ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার স্থানীয় কার্যালয়ে প্রায় দুই শত সাধারণ মানুষের মাঝে হোমিওপ্যাথি ঔষধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ ফ্রি বিতরণ করা হয়।
ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাও. ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজন আহমদের পরিচালনায় ঔষধ বিতরণ করার আগে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজারের আহবায়ক সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, সদস্য শ.ই সরকার জবলু, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা সিরাজুল ইসলাম কুটি, সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, আলী রাব্বি রতন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল আহমদ, মুর্রশেদ খান রাফি, ইশফাক খান সাদ, মিনহাজুল ইসলাম মাছুম, নাঈম আহমদ, বায়জীদ আহমদ তানভীর, শিমুল আহমদ চৌধুরী, মাছুম চৌধুরী প্রমুখ।