কমলগঞ্জে ধলাই নদী থেকে নিখোঁজ চা শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ৭:৩০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা বাগানের পাহাড়ি ছড়ায় নিখোঁজের দুইদিন পর এক চা শ্রমিকের লাশ ধলাই নদী থেকে উদ্ধার করা হয়েছে।
আজ ২৪ জুলাই শুক্রবার সকাল ১০টায় টায় ধলাই নদীর ভানুগাছ সেতু এলাকা থেকে ফায়ার সার্ভিসের লোক লাশ উদ্ধার করে। নিহত চা শ্রমিক ধলই চা বাগানের মংড়– গড়ের ছেলে দুই সন্তানের জনক রামেশ্বর গড় (৪৫)।
জানা যায়, বুধবার বিকাল ৪টার দিকে সীমান্ত এলাকার নো-ম্যান্স ল্যান্ড এলাকায় ধলই নদীর সাথে সংযুক্ত একটি পাহাড়ি ছড়ার দিকে রামেশ^র যান। এরপর আর ফিরে আসেননি। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজে না পেয়ে চা বাগান পঞ্চায়েত ও কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করা হয়। সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হলেও সে স্থানে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল ১০টায় ধলাই নদীর ভানুগাছ সেতু এলাকা থেকে রামেশ্বর গড়ের লাশ উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ছড়া ও ধলই নদীর স্রোতে তার লাশ অনেক দূরে নিয়ে যায়। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হবে।