শ্রীমঙ্গলে চা বাগান থেকে লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ৭:১৮ অপরাহ্ণ
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর থেকে নুরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৪ জুলাই শুক্রবার সকাল ৮টায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল ইসলাম উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত চকির মিয়ার পুত্র।
স্থানীয় এলাকাবাসী জানান, মৃত নুরুল ইসলাম পেশায় একজন কৃষক। তাদের ধারণা পূর্ব শত্রুতার জেরে এমন হত্যার ঘটনা কেউ ঘটাতে পারে। পুলিশ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, আমাদের ধারণা রাতের কোন এক সময় নুরুল ইসলামকে মেরে তার লাশ চা বাগানে ফেলে যায়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে তাকে কিভাবে খুন করা হয়েছে।
তিনি আরও বলেন এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।