স্বাস্থ্যবিধি উপেক্ষিত, মৌলভীবাজারে ১ দিনে ৬৫ মামলা
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২০, ৬:৫১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন সংক্রামক আইন লঙ্গনের দায়ে আজ ১৫ জুলাই মোবাইল কোর্টে ৬৫টি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৩৪ হাজার ৯০০ টাকা।
মৌলভীবাজারে ক্রমবর্ধমান করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার নির্দেশিত বিধি নিষেধ ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণে শৈথিল্য এবং জেলায় ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে জেলা প্রশাসন বুধবার একযোগে বিভিন্ন স্থানে ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এই ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করেন ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে একসাথে এই কোর্ট পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এবং বিভিন্ন দোকানে নিম্নমানের মাস্কসহ স্বাস্থ্যবিধি লঙ্গনের দায়ে দন্ডবিধির বিভিন্ন ধারা এবং সংক্রমণ, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মৌলভীবাজার ৬৫টি মামলা করে জরিমানা আদায় করা হয়। এই সময় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস জানান মূলত মানুষকে সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।