মৌলভীবাজারে করোনা রোগী শতকরা ৩৫ জন
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২০, ৬:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে প্রতিদিন বাড়ছে করোনা রোগী সনাক্তের সংখ্যা। এখন প্রতিদিন জেলায় নমুনা সংগ্রহ করা হচ্ছে তার প্রায় ৩৫% এর কাছাকাছি সনাক্ত হচ্ছে করোনা পজিটিভ। তারপরও সাধারনের মধ্যে সচেতনতা নেই। জানালেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ।
সর্বশেষ ১৪ জুলাই আরো ৪৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন মৌলভীবাজারে। মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের তথ্যানুসারে আজ ১৫ জুলাই বুধবার পর্যন্ত মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ৭৪৫ জন। মারা গেছেন ৮ জন। আইসোসেশনে আছেন ৩৫১ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন ৩০৪২ জন। প্রাতিষ্ঠানিক কোয়রেন্টাইনে আছেন ০৫ জন। সুস্থ হয়েছেন ৩৯৩ জন।
এদিকে সিভিল সার্জন অফিসের একটি সূত্র জানিয়েছে সংক্রমনের দিক দিয়ে মৌলভীবাজার জেলা এখন একটি দ্রুত করোনা সংক্রমনের জেলা হিসাবে চিহ্নিত হচ্ছে। সর্বশেষ যে রিপোর্ট আসে (১৪ জুলাই) তাতে দেখা গেছে যে পরিমান টেস্টের স্যাম্পল পাঠানো হয়েছিল তার প্রায় ৩৫-৩৬% ই পজেটিভ রোগী সনাক্ত হয়েছেন। বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা গেছে দেশের যে ১৬ টি জেলায় করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে তার মধ্যে মৌলভীবাজার জেলাও অবস্থান করছে। এমন অবস্থায় প্রশাসনও নড়েচড়ে বসেছে। স্বাস্থ্যবিধি মানার ব্যপারে কঠোর হচ্ছে।
আজ বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দেখা গেছে গাড়ি, মোটর সাইকেল বা রিক্সা আরোহীকে থামিয়ে মাস্ক পড়তে বলছেন দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বুধবার দুপুরে শহরের চৌমোহনায় এমন দায়িত্ব পালন কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ জানান, মৌলভীবাজার জেলায় দ্রুতই বাড়ছে করোনা সংক্রমন কিন্তু সাধারণ মানুষ বিষয়টিকে হালকা ভাবে দেখছে। স্বাস্থ্যবিধি মানছে না বা পালন করতে আগ্রহী না। তাই মাস্ক পড়ার ব্যাপারে নির্লিপ্তভাব দেখা যাচ্ছে। এইসব দিক চিন্তা করে করোনা মোকাবেলায় চলমান কাজের অংশ হিসাবে প্রশাসনের ৭ জন ম্যাজিষ্ট্রেট বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করছেন। যাদের মাস্ক নেই তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক দেয়া হচ্ছে। পড়িয়ে দেয়া হচ্ছে এবং যারা মাস্ক্র থাকার পরও মুখে পড়ছেন না তাদের সতর্ক করা হচ্ছে কঠোরভাবে।
এদিকে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ আজ ১৫ জুলাই দুপুরে মুঠোফোনে জানান, প্রতিদিনের নমুনা সংগ্রহ এবং সনাক্তের সংখ্যা দেখলে বুঝাই যাচ্ছে মৌলভীবাজারে বেশ দ্রুতই সংক্রমন ঘটছে করোনা।
সর্বশেষ (১৪ জুলাই) ৪৪ জন সনাক্ত হয়েছেন একশত এর কিছু উপরে পাঠানো নমুনার বিপরীতে। বলা যায় এক তৃতীয়াংশই মিলছে করোনা পজেটিভ। তিনি এসময় দুঃখ করে বলেন, এ অবস্থায়ও মানুষের মধ্যে তেমন সচেতনতা ও চিন্তা নেই। স্বাস্থ্যবিধি মানছেন না। বাজারগুলোতে দেখা যায় ভয়াবহ চিত্র। এখন সন্ধ্যার পর দোকান পাট খোলা থাকায় আড্ডাই জমে।