ইউনিভার্সিটি শিক্ষার্থী খাদিজা আক্তার এর উপর দুর্বৃত্তদের হামলা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
সিলেট লিডিং ইউনিভার্সিটির ৩য় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার এর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে সিএনজি চালক আমিনুল সহ খাদিজা আক্তার গুরুত্বর আহত হয়েছেন। খাদিজা আক্তার ইউনিভার্সিটির ফি দিয়ে বাসায় ফেরার পথে সোমবার (১৩ জুলাই) দুপুরে সিলেট ত্রিমুখী এলাকায় অতর্কিত হামলার স্বীকার হন।
ভুক্তভোগী খাদিজা জানান, মেয়র আরিফুল হক চৌধুরী ও তার সহযোগিরা এই অতর্কিত হামলার সাথে জড়িত। তাদের ইন্ধনে এ হামলা হয়েছে। বিগত দিনেও আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল যাহা উদ্দেশ্যপ্রণোদিত। আজকে এই হামলার পিছনে মূল কারন সিলেট সিটি মেয়র আরিফের ইট ভাটা নির্মাণ ও বালু ষ্টোরেজ করার জন্য নির্ধারিত আমাদের পারিবারিক জায়গা, যাহা আমরা বিক্রির প্রস্তাব নাকচ করেছিলাম। যার প্রেক্ষিতে ক্ষমতার প্রভাবকাটিয়ে মেয়র আরিফুল হক একের পর এক ঘটনার জন্য দিচ্ছে এবং আজ আবারো হামলা করেছে।
এ বিষয়ে খাদিজার পরিবারের সদস্যরা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে খাদিজার উপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আবারো আইনের দারস্ত হব। তাছাড়া খাদিজার সহপাটিরা হামলার সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান এবং অতিদ্রুত সময়ের মধ্যে শাস্তি বাস্তবায়ন না হলে খাদিজার সহপাঠিরা উক্ত বিষয়কে কেন্দ্র করে কঠোর আন্দোলনের ডাক দিবে মর্মে অবগত করেন।