কাদেরীয়া ফিসারীজের পক্ষে সতর্ক বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ৯ জুলাই ২০২০, ৩:৪৬ অপরাহ্ণ
আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, মৌলভীবাজার সদরস্থ কাদেরিয়া ফিসারিজের এমডি আলহাজ সৈয়দ আহমদ মুকিতের বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টালসহ ফেইসবুকে বিদ্বেষপূর্ণ প্রচারণার সাথে কুৎসা রটনা করা হচ্ছে। যা আইনী দৃষ্টিকোন থেকে অপরাধ তুল্য।
উল্লেখ্য, কাদেরীয়া ফিসারিজ দেশের মধ্যে একটি মডেল তুল্য ফিসারিজ হিসেবে গণ্য। ১৯৯৯ সনে যাত্রা শুরু করে ২১ বছরের মাথায় এখন ফিসারিজটি পূর্ণ অবয়ব ধারণ করেছে। বর্তমানে তার পরিধি হাজার বিঘার উপরে। এখানে মৎস খামারের পাশাপাশি গড়ে উঠেছে মোরগের খামার, ডেইরি ফার্ম ও ফলজ বাগান। সবকিছুর সমাহারে খামারটি এখন পর্যটন স্পট হিসেবেও গণ্য। খামার মালিক হিসেবে বিগত ২০০৪ সনে তৎকালিন প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ট খামারির স্বর্ণ পদক লাভ করেছেন আলহাজ সৈয়দ আহমদ মুকিত। এছাড়া বিগত ২০১৭ সনে প্যারিস থেকে ‘ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট’ পদকও লাভ করেছেন। অবৈধ জমি দখলদার কিংবা নির্যাতনকারী হিসেবে তার বিরুদ্ধে কি স্বীকৃত কোনো ডিক্রী আছে? বর্তমান সময়ে অনেক প্রবাসীরা দেশের সম্পদ বিক্রি করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন। কিন্তু সৈয়দ আহমদ মুকিত লন্ডনের সম্পত্তি বিক্রি করে দেশে বিনিয়োগ করছেন। তার প্রতিষ্ঠানে ৩ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। মূলত এলাকার কিছু সন্ত্রাসী এবং চাঁদাবাজ তার নিকট পাত্তা না পেয়ে মিথ্যা অপবাদসহ কুৎসা রটনায় মেতে উঠেছে। এই অপতৎপরতার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই চক্রটি নিবৃত্ত না হলে বর্তমান ডিজিটাল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-তারেক আহমদ
ব্যবস্থাপক
কাদেরিয়া ফিসারিজ
বানিকা, মৌলভীবাজার সদর।