শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
প্রকাশিত হয়েছে : ৬ জুলাই ২০২০, ৪:৩৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ভোক্তা অধিকারের অভিযানে মৌলভীবাজারে দুটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ৬ জুলাই সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এই জরিমানা আদায় করেন।
ভোক্তা অধিকারের মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, শ্রীমঙ্গলের শহরের নতুন বাজার, মৌলভীবাজার রোড ও থানার সামনে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা না রাখা, ভাউচার না দেওয়া, মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের কারণে মেসার্স কুসুম বাণিজ্যালয়কে ৮ হাজার ও মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স শ্রী দূর্গা ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।