রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৫ জুলাই ২০২০, ২:৪৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ ৫ জুলাই রবিবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে প্রগতিশীল ছাত্র জোট কেন্দ্রীয় সড়ক অবরোধ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে এই সমাবেশ করে।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সংগঠক রায়হান আনছারি, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াত, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর।
বক্তারা বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং রাষ্ট্রায়ত্ত পাটকল ও পাটশিল্পের আধুনিকায়নের দাবি করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।