বড়লেখায় ১৬০ কেজি পলিথিন জব্দ
প্রকাশিত হয়েছে : ১ জুলাই ২০২০, ২:৩৮ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা পৌর এলাকার দক্ষিণবাজার থেকে ১৬০ কেজি পলিথিন জব্দ করেছে পুলিশ।থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) ভোরে পৌর শহরে পুলিশের টহল চলাকালে একটি গণপরিবহন থেকে ৪টি বস্তা নামানো হয়। সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এতে ৪ বস্তায় নিষিদ্ধ পলিথিন পায় পুলিশ। তল্লাশিকালে কৌশলে পলিথিন ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে এগুলো জব্দ করা হয়। গাড়ির চালক ও স্থানীয়ভাবে খবর নিয়ে পুলিশ ব্যবসায়ীদের নাম জানতে পারে।
এ ঘটনায় বড়লেখা থানার এএসআই আব্দুল আওয়াল বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। আসামিরা হলেন- কুলাউড়া উপজেলার সুমন মিয়া (৫০), বড়লেখা উপজেলার ছাদ উদ্দিন (৫০) ও আব্দুল আহাদ (২৫)।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক পলিথিন জব্দের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (৩০ জুন) রাতে মুঠোফোনে বলেন, ‘বস্তা তল্লাশিকালে কৌশলে পলিথিন রেখে ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে একজন এএসআই এদের নামে মামলা দিয়েছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।