মৌলভীবাজারে করোনা আক্রান্ত ৩৫২ জন
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২০, ৫:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত দুই দিনে ৬৮জনসহ মোট আক্রান্ত হয়েছেন ৩৫২ জন। মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। দেশর ১৫ রেড জোন জেলার মধ্যে মৌলভীবাজারও একটি।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত সোমবার কাল জেলায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪৫ জন এবং মঙ্গলবার ২৩ জন। এই ২৩ জনের মধ্যে রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার সদরে ১১ জন ।
সোমবারের আক্রান্ত ৪৫ জনের মধ্যে জেলা সদরে ১৬ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, জুড়ি়তে ৩ জন, কমলগঞ্জে ৭ জন, শ্রীমঙ্গলে ৫ জন এবং বড়লেখায় ৮ জন রয়েছেন।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান মঙ্গলবার শহরে সতর্কতামূলক প্রচারনা চালিয়েছেন। এসময় পুলিশ হ্যান্ড মাইকে সবাইকে সচেতন করে বলেন, দোকানপাট বিকাল ৪টার ভেতর বন্ধ রাখতে হবে। বুধবার থেকে ৪টার ভেতর দোকানপাট বন্ধ না করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচারণা চলাকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি।
জেলা সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ জানান, এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট করোনয় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩৫২ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন এবং মারা গেছেন ৪ জন।