৫ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করায় ৪ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২০, ৩:০৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
৫ টাকার সিরিঞ্জ ১০ টাকা দামে বিক্রি করায় এক ফার্মেসী মালিককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়। জেলার সহকারী পরিচালক মো. আল আমিন এই জরিমানা আরোপ করে তা আদায় করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, অনলাইনের মাধ্যমে গত ১৮ জুন আমিনুল ইসলাম নামের একজন সেবা প্রার্থী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে আইডিয়াল ফার্মেসীর বিরুদ্ধে ৫ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করার অভিযোগ আনেন। অভিযোগ আমলে নিয়ে দুই পক্ষের শুনানি গ্রহণ করেন জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন। ফার্মেসী মালিক অসীম মালাকার ৫ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন। পরে আইন অনুযায়ী আজ ২৩ জুন মঙ্গলবার তাকে দোষী সাব্যস্থ করে ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে অভিযোগকারী আমিনুল ইসলামকে ১ হাজার টাকা প্রদান করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জরিমানার সত্যতা স্বীকার করেছেন।