শ্রীমঙ্গলে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২০, ২:৩২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইছবপুর এলাকায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে চৈতী দেব (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাস্তা পাড়াপাড়ের সময় দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়। নিহত চৈতী ওই এলাকার টমটম চালক সুমন দেব এর মেয়ে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে আসা কুমিল্লাগামী কুমিল্লা টান্সপোট বাসটি দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করছিল।
এসময় শিশু মেয়ে টি রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ীটির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এসময় স্থানীয় এলাকাবাসী, ঢাকা সিলেট মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে। পরে ৯৯৯ এ কল করলে শ্রীমঙ্গল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কের অবরোধ তুলে নেয় এলাকাবাসী।