মৌলভীবাজারে পুলিশ সদস্যসহ আরো ১৪ জনের করোনা সনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২০, ৩:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে পুলিশসহ আরো ১৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় এখন করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়ালো ২২৯ জন। সুস্থ হয়েছে হয়েছেন ৭৬ জন। সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ
বুধবার (১৭ জুন ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার আসা রিপোর্টে আছে সদর উপজেলার ৭ জন, বড়লেখার ২জন, জুড়ি উপজেলার ৪ জন এবং শ্রীমঙ্গল উপজেলার ১ জন। এর মধ্যে ডিএসবির দুইজন এএসআইও আছেন। গত ৪ এপ্রিল প্রথম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় করোনা রোগী পাওয়া যায়। মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে ঐ ব্যক্তির করোনা সনাক্ত হয়।