বড়লেখায় বিকেল ৪ টার পর দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২০, ১:৫৯ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৪ টার পর দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিকেল ৪টার পর থেকে হাটবাজার, দোকানপাট এবং শপিংমলসমূহ বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু কিছু ব্যবসয়ী সরকারি এই নির্দেশনা না মেনে অনেক রাত পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন।
মঙ্গলবার বিকেল ৪টার পর পৌর শহরের হাজীগঞ্জ বাজার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযান চলাকালে শহরের উত্তর চৌমোহনা এলাকায় ৭ প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। এ সময় পৃথক ৭টি মামলায় তাদের ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। বিকেল ৪টা থেকে ৬ টা পর্যন্ত এই অভিযান চলে। আদালত পরিচালনায় সহযোগিতায় করেন বড়লেখা থানার থানার উপপরিদর্শক (এসআই) রকিব মোহাম্মদ ও সুব্রত দাস।