কামরানের মৃত্যুতে নাসের রহমানের শোক
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২০, ৩:৫৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের ইন্তিকালে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় এম নাসের রহমান বলেন, মরহুম কামরানের সাথে তাঁর সান্নিধ্যের স্মৃতিচারণ করে বলেন ২০০৭ সালে কুমিল্লা কারাগারে ৭ মাস আমরা একসাথে কারাবন্ধি ছিলাম। তখন আমার সাথে তার ঘনিষ্ট সম্পর্ক হয়। তিনি একজন সাদা মনের অমায়িক মানুষ ছিলেন। তার সাথে কথা বলে আনন্দ বোধ করতাম। তাঁর মৃত্যুতে সিলেট একজন উৎকৃষ্ট মনের রাজনৈতিক নেতাকে হারালো। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানূভুতি ও সমবেদনা জানাই।