আ’লীগের মৃত তিন নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২০, ২:২৫ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
সদ্য প্রয়াত আওয়ামী লীগের জাতীয় তিন নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ উঠেছে রুমেল আহমদ নামে এক দুবাই প্রবাসী যুবকের বিরুদ্ধে। এর প্রতিবাদে বড়লেখায় গতকাল সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার দক্ষিণভাগে যুবলীগ-ছাত্রলীগ পথ সভা করেছে। ওই যুবকের বাড়ি উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামে।
বড়লেখা উপজেলা যুবলীগ-ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সদ্য প্রয়াত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করে আপত্তিকর ভাষায় কটূক্তি করেন দুবাই প্রবাসী রুমেল আহমদ।
কটূক্তির অভিযোগ ওঠা রুমেল আহমদের বিরুদ্ধে এর আগে ২০১৮ সালে আইসিটি আইন মামলা হয়েছিল। সে সময় জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল বাদী হয়ে এই মামলা করেন
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টায় দক্ষিণভাগ বাজারে উপজেলা যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে পথ সভা করে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক মুঠোফোনে বলেন, এ বিষয়ে জানার পর তার বাড়িতে পুলিশ খোঁজ নিতে যায়। তার বিরুদ্ধে আইসিটি আইনে আগের একটি মামলা ছিল বলে জেনেছি। স্থানীয়ভাবে খবর নেওয়া হয়েছে। সে প্রবাসে থেকে এসব করছে। এ বিষয়ে আরো খোঁজ নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।