মাগুরছড়ায় অগ্নিকান্ডের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে দূরবন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২০, ৬:০৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কমলগঞ্জের মাগুরছড়ায় গ্যাসকূপে বিষ্ফোরণে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মৌলভীবাজারে দূরবন্ধন করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি মৌলভীবাজার।
আজ ১৪ জুন রবিবার দুপুরে শহরের চৌমোহনায় সংগঠনটি দূরবন্ধন করে। সংগঠনের জেলা কমিটির আহবায়ক মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, উদীচীর জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী ও বাসদের অনিক চন্দ।
এ সময় বক্তারা বলেন, বিষ্ফোরণের ২৩ বছর অতিক্রান্ত হলেও চুক্তি মোতাবেক মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করেনি সরকার। এটা রাষ্ট্রের চরম ব্যর্থতা। জাতীয় সম্পদ ও স্বার্থ রক্ষায় দায়িত্বশীল হবার পরামর্শ দেন তারা।
১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়া গ্যাস কুপে বিষ্ফোরণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ২৫ হাজার গাছ। আশপাশের প্রায় ৮৭.৫০একর এলাকা ও অনেক জীবজন্তু। চা বাগান, বনাঞ্চল, বিদ্যুৎলাইন, রেলপথ, সড়কপথ, পরিবেশ, প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। পুড়ে যায় উত্তোলনযোগ্য ২৪৫.৮৬ বিসিএফ গ্যাস। যার সেসময়কার মূল্য ছিল প্রায় ১৪ হাজার কোটি টাকা। গ্যাস ছাড়াও পরিবেশ ও অন্যান্য ক্ষতির পরিমাণ সেই সময় ধরা হয়েছিল ১০ হাজার ১১৬ কোটি টাকা। অক্সিডেন্টাল যৎসামান্য ক্ষতিপুরণ দিয়ে ইউনিকল নামে আরো একটি কোম্পানির কাছে ফিল্ড বিক্রি করে বাংলাদেশ থেকে চলে যায়। পরবর্তীতে ইউনিকল উত্তরসূরি মার্কিন কোম্পানি সেভরনের কাছে গ্যাসকূপ বিক্রি করে এদেশ ত্যাগ করে। সেভরন ও তাদের সম্পদ বিক্রি করে চলে গেছে।