বড়লেখায় মুক্তিযোদ্ধা আজির উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম-মাজরকান্দি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আজির উদ্দিন মারা গেছেন। গতকাল (৯ জুন) মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি…রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ১০ জুন বুধবার বাদ জোহর চান্দগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়।
এদিকে মুক্তিযোদ্ধা মো. আজির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তÍপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন ও নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।