করোনা সংক্রমণ প্রতিরোধে জেলায় ৩ মাসে ১৬৬৩ মামলা
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২০, ২:২০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
করোনা ভাইরাস সংক্রাণ প্রতিরোধে মৌলভীবাজারে গত তিন মাসে ১ হাজার ৬৬৩টি মামলা দিয়েছে প্রশাসন। যা অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মার্চ মাসে মৌলভীবাজার জেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে সর্বমোট ৮৫টি। মোট মামলার সংখ্যা ছিল ২৩৬টি এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে মোট ১৭ লক্ষ ৭ হাজার ৮৫০ টাকা। গত এপ্রিল মাসে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে মোট ১৫৯ টি। মোট মামলার সংখ্যা ছিল ৯২৪টি এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে মোট ১১ লক্ষ ৯৭ হাজার ৩৬০ টাকা। কারাদন্ড প্রদান করা হয়েছে ১ জনকে। মে মাসে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে সর্বমোট ৯৮টি। মোট মামলার সংখ্যা ছিল ৫০৩ টি এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে মোট ৪ লক্ষ ৮৫ হাজার ৬০০ টাকা। কারাদন্ড প্রদান করা হয়েছে ৫ জনকে।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকেই জেলা প্রশাসন মৌলভীবাজার এর উদ্যোগে লিফলেট বিতরণ, সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রচারণা এবং মাইকিং করে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক নাজিয়া শিরিন গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলার পর্যটনস্পট সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সকল প্রকার গণজমায়েত বন্ধ করা হয়েছে এবং জরুরি প্রয়োজন ব্যতীত রাস্তাঘাট ও হাট-বাজারে লোক চলাচল ও কেনাকাটার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।