শ্রীমঙ্গলে নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে খুন
প্রকাশিত হয়েছে : ৫ জুন ২০২০, ৭:২০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসী গ্রামে। নিহতরা হলেন মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।
জানা যায়, শুক্রবার সকাল ৯টা পার হলেও মা ও মেয়ে ঘুম থেকে না উঠলে পাশের টিনশেটের ঘরে থাকা নিহত জায়েদা বেগমের ছোট বোন মিনা বেগম তাদের ডাকতে যান। তিনি সামনের দরজায় অনেক ডাকাডাকির পর ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে পিছনে গিয়ে দেখে টিনের ঘরের বেড়া ভাঙা। এসময় তিনি আরো আশ-পাশের লোকজনকে ডেকে এনে ঘরের ভিতরে প্রবেশ করে মা-মেয়ের রক্ত মাখা লাশ পড়ে থাকতে দেখেন।
ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ, সিনিয়র পুলিশ সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, ওসি আব্দুছ ছালেক, ওসি তদন্ত সোহেল রানা ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ বর্ধন ঘটনাস্থলে ছুটে যান। এছাড়াও পিবিআই ও সিইডির সদস্যরা আলামত সংগ্রহ ও ঘটনার রহস্য উদঘাটনে ছায়া তদন্ত করছে।
স্থানীয়ভাবে জানা যায়, পরিবারটি এলাকায় খুবই নিরীহ। কারো সাথে তাদের কোন বিরোধ নেই। নিহত ইয়াসমিন আক্তারের পাশ্ববর্তী সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামের আজগর আলীর সাথে বিয়ে হয়। তাদের চার ও আট বছর বয়সের দুইজন ছেলে সন্তান রয়েছে। কিন্তু গত দেড় বছর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দিলে ছেলেরা বাবার সাথে থাকেন এবং নিহত ইয়াসমিন মায়ের বাড়ীতে থাকতেন। তাদের এ কলহ নিয়ে মৌলভীবাজার আদালতে মামলাও রয়েছে এবং ইউনিয়ন পরিষদে কয়েকবার সালিশ বৈঠক হয়েছে বলেও জানা যায়। ঘটনার পর মেয়ের স্বামী আজগর আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে ও তিনি পলাতক রয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক। পুলিশ ও এলাকাবাসীর সন্দেহ পারিবারিক এই কলহ থেকে মেয়ের জামাই দ্বারা নির্মম এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম (বার) জানান, ঘটনার সাথে জড়িতদের খুব শীঘ্রই খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আপরাধীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে।
পুলিশ জানায়, নিহতের শরীরের একাধিক স্থানে চাকু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।