মৌলভীবাজারে গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে আনোয়ার মিয়া (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রাম থেকে সকাল ৮টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার মিয়া আটঘর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতের কোন সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার মিয়াকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে। সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, পুলিশ হত্যা রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। একটি মোবাইল নম্বরের সূত্র ধরে কাজ করছে পুলিশ।