শমসেরনগরে দিনমজুরদের ঘরে ঘরে পল্লী চিকিৎসকদের চিকিৎসা
প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০২০, ২:১২ অপরাহ্ণ
নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের অসহায় খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ফ্রি চিকিৎসা ও ঔষধ পৌঁছে দিয়েছেন মাদারস ফাস্ট এইড ইনিস্টিটিউট সার্ভিস লি. শমশেরনগর শাখার পল্লী চিকিৎসকরা।
গতকাল (১ এপ্রিল) বুধবার পল্লী চিকিৎসক শমসেরনগর শাখার উদ্যোগে বিভিন্ন পেশার মানুষের অর্থায়নে শিংরাউলী ও ঈদগাহটিলা এলাকায় ২শ’ মানুষের চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে মাদারস্ ফাস্ট ইনিস্টিটিউট সার্ভিস লি. শমশেরনগর শাখার পল্লী চিকিৎসকের বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন, শমশেরনগর স্থানীয় পল্লী চিকিৎসক মো. কামরুজ্জামান সিমু, আহমদ আলী, চম্পা লাল ও বিমল পাল।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জয়নাল আবেদীন, শমসেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য রায়হান ফারুক, আতিকুর রহমান জনি প্রমুখ।