শ্রীমঙ্গলের এপেক্স সু গ্যালারীকে ২০ হাজার টাকা জরিমানা, কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২০, ৬:১৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গলের এপেক্স সু গ্যালারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষের সামনে শুনানি শেষে তথ্য প্রমান পাওয়ায় এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত ১১ মার্চ শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্ট এর অপারেশন ম্যানেজার লোকমান হোসেন অপু ৩৯৯০ টাকা দিয়ে এপেক্স সু গ্যালারী শ্রীমঙ্গল শাখা থেকে এক জোড়া সু কিনেন। কেনার ৩ দিন পর জুতার কিছু যায়গায় সোল ওঠে যাওয়ায় তিনি বিষয়টি এপেক্স সু গ্যালারীর ম্যানেজারকে জানান এবং নতুন জুতা চান।
ম্যানেজার কোম্পানির নিয়ম অনুযায়ী জুতার সামান্য ক্ষতি হলে পরিবর্তন হয় না মেরামত করে দেওয়া হয় জানিয়ে ক্রেতাকে জুতাজোড়া তাদের গ্যালারীতে রেখে যেতে বলেন। ক্রেতা দাম দিয়ে জুতা কিনে মেরামত করিয়ে নিতে রাজি হননি। তাই এপেক্স সু কোম্পানি প্রতারণা করেছে এমন অভিযোগ এনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ে দুই পক্ষের উপস্থিতিতে তথ্য প্রমাণ সাপেক্ষে এপেক্স সু গ্যালারীকে দোষি সাবস্থ্য করে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয় এবং অভিযোগকারী লোকমান হোসেন অপুকে নতুন এক জোড়া জুতা দিতে নির্দেশ দেওয়া হয়।
সু গ্যালারীর ম্যানেজার মো. ইমরান সরকার জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ করেন এবং ক্রেতাকে নতুন জুতা সরবরাহ করেন। নিয়ম অনুযায়ী অভিযোগকারী জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৫ হাজার টাকা পান
এদিকে কুলাউড়ায় অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। আজ ২৪ মার্চ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
পেঁয়াজ, রসুন, আদা, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। আজ (২৪ মার্চ) মঙ্গলবার মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে কুলাউড়ার ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাক্ষণবাজারে অবস্থিত হাফিজ উদ্দিন স্টোরকে ১ হাজার, শ্রীপুর মাদরাসা বাজারে অবস্থিত রায়হান স্টোরকে ১ হাজার, স্টেশন রোড চৌমোহনায় অবস্থিত আদনান স্টোরকে ১ হাজার, বরমচাল বাজারে অবস্থিত নাছির ভেরাইটিজ স্টোরকে ১৫শ টাকাসহ মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।