রাজনগরে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২০, ৬:৩০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগরে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ ২৩ মার্চ সোমবার বিকেল পর্যন্ত উপজেলার টেংরাবাজার, তারাপাশা বাজার ও তার আশপাশ এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজ, রসুন, আদা, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়।
রাজনগর পুলিশ ফোর্সের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়, অতিরিক্ত দাম নেওয়া ও ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে টেংরাবাজারের জননী স্টোরকে ৩ হাজার টাকা ও তারাপাশা বাজারের মেসার্স হাসান ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।