মৌলভীবাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২০, ৬:১৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা কার্যালয়।
আজ ২২ মার্চ রবিবার ভোক্তার সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে ও জেলা গোয়েন্দা শাখার সহযোগীতায় সদর উপজেলার কাজিরবাজার, সরকার বাজার, আফরোজগঞ্জ বাজার, শেরপুর বাজার ও তার আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।
সদর উপজেলার বিভিন্ন স্থানে পেঁয়াজ, রসুন, আদা, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভোক্তার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন জানান, অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রয় করার দায়ে শেরপুর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা, আফরোজগঞ্জ বাজারে অবস্থিত মিলি স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।