বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ছাত্র ইউনিয়ন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২০, ৫:৫৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ। আজ ২২ মার্চ রোববার মৌলভীবাজার শহরে শ্রমজীবী মানুষের মাঝে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
সকালে এই কার্যক্রমের উদ্বোধন করনে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এতে উপস্থিত ছিলেন বাংল দেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু।
সংগঠনের সভাপতি সুবিনয় রায় জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে তারা এই কার্যক্রম শুরু করেছেন। বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সহযোগীতা নিয়ে তারা গরীব মানুষের মধ্যে স্যানটিাইজার বিতরণ ও করোনার ভয়াবহতা থেকে সতর্ক থাকতে সচেতন করছেন। এই কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে তারা সবার সহযোগিতা চান এবং অন্যদেরও এগিয়ে আসার আহবান জানান।