রাত ৮টার পর থেকে ফার্মেসী ছাড়া বন্ধ থাকবে দোকানপাট
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২০, ৩:৪১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাত ৮টার পর থেকে ফার্মেসী ছাড়া সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ ২২ মার্চ রোববার থেকে এ নিয়ম কার্যকর হবে। এর ব্যত্যয় হলে জরিমানা করা হবে বলে জানান জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন পূর্বদিককে বলেন, শ্রম আইন অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট বন্ধ থাকার কথা। এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ এই নিয়ম ভঙ্গ করলে জরিমানা করা হবে।
তিনি আরো জানান, এ বিষয়ে সচেতন করতে বিকাল ৪টায় শহরে মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হবে। গণমাধ্যমে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।