মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচন-২০২০
এম এ সালাম সভাপতি, পান্না সম্পাদক নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২০, ৫:০৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। গতকাল ১৪ মার্চ প্রেসক্লাব ভবনে বিকাল ২টা থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে ৪টায় শেষ হয়।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি পদে চ্যানেল আই জেলা প্রতিনিধি এম এ সালাম বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ২১। এ পদে এসএম উমেদ আলী পেয়েছেন ১৮ ভোট। ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি পান্না দত্ত ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফেরদৌস আহমদ পেয়েছেন ১৮ ভোট।
সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন নূরুল ইসলাম শেফুল। তিনি ২৫ ভোট পেয়েছেন। নির্বাচিত অপর সহসভাপতি হলেন অশোক কুমার দাশ। তাঁর প্রাপ্ত ভোট ২১। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ বয়তুল আলী ও এসএম মেহেদী হাসান রুমী। যথাক্রমে তাদের প্রাপ্ত ভোট ২২ ও ২১। কোষাধ্যক্ষ পদে শাহ অলিদুর রহমান ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব ২৩ ভোট পেয়ে বিজয়ী হন। দপ্তর সম্পাদক পদে আফরোজ আহমদ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ এস কাঁকন ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচিত ৫ সদস্যরা হলেন সাপ্তাহিক মনুবার্তার সম্পাদক জসীম উদ্দিন। তাঁর প্রাপ্ত ভোট ২৯। সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম ও সাপ্তাহিক মুক্তকথার সম্পাদক মামুনূর রশীদ মহসিন। তাদের প্রাপ্ত ভোট যৌথভাবে ২৫। ডেসটিনির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট পার্থ সারথী পাল। তিনি ভোট পেয়েছেন ২৪। শ,ই সরকার জবলু ২৩ ভোট পেয়ে বিজয়ী হন।
ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির। তাদের সাথে ছিলেন আব্দুল মোত্তালিব রঞ্জু ও মুহিবুর রহমান। ভোটগ্রহণের আগে প্রেসক্লাবের সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি আবদুল হামিদ মাহবুব। সভা পরিচালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।