মৌলভীবাজার শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২০, ৪:৩৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মুজিববর্ষকে সামনে রেখে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে বিশেষ পরিচ্ছন্নতা পরিচালনা করা হচ্ছে।
আজ ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের কাজ শুরু করেছি। শহরের সকল সড়ক থাকবে থকথকে ঝকঝকে। এটা নিয়মিত কাজ। তবে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ কার্যক্রম চলছে।