করোনা বিষয়ে মৌলভীবাজার পৌরসভার মতিবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২০, ৩:৪০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার সহকারি প্রকৌশলী রনধীর রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সির্ভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ারুল হক, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল ইসলাম। এ সময় শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় করোনা ভাইরাস (কোভিড ২০১৯) সম্পর্কে সচেতন থাকতে ও এ থেকে বেঁচে থাকার করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে মেয়র জানান।