মৌলভীবাজারে গেরিলা ৭১, বজ্রকণ্ঠ ও শহীদদের সমাধিস্থল উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০২০, ৫:৩৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ম্যুরাল, মুক্তিযোদ্ধাদের গেরিলা ৭১, বজ্রকণ্ঠ ও শহীদদের সমাধিস্থল এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা পরিষদ চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে উল্লেখিত প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহ-সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল ও অজয় সেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জেলা পরিষদের সদস্য হাসান আহমেদ জাবেদ ও সৈয়দা জেরিন আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলা পরিষদের অর্থায়নের এসব ম্যুরাল নির্মাণ করা হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।