কুলাউড়ায় দোকানে অগ্নিকান্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ৭:৫৬ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে একটি মুদি দোকানে গতকাল ২৫ ফেব্রæয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ফ্রিজ ও নগদ অর্থসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাজার-মিশন রোডের পশ্চিম গুড়াভুই বটেরবাড়ী নামকস্থানে হারুন ভেরাইটিজ স্টোরে হটাৎ এই আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তা দিয়ে পাতর বোঝাই একটি ট্রাকের ড্রাইবার আগুন দেখতে পেয়ে পাশর্^বর্তী বাড়ির লোককে জানালে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার আগে মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক হারুন মিয়া জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রæতার জেরে কেউ এ আগুন লাগাতে পারে। ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা, দুটি ফ্রিজসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে অন্য দোকানগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।