কমলগঞ্জ উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ৮:৫৭ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন দ্বিধাবিভক্ত থাকার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশেষে যৌথভাবে কমিটি ঘোষণা করে। ১৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ-উর-রহমানের সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে মো. আব্দুল মুকিতকে আহবায়ক, গোলাম কিবরিয়া সফিকে যুগ্ম আহবায়ক ও মো. দুরুদ আহমদকে সদস্য সচিব করে কমলগঞ্জ উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ আগামী ৬০ দিনের মধ্যে (১৮ এপ্রিল) সকল ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করে উপজেলা কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন শফিকুর রহমান চৌধুরী, সেলিম আহমদ চৌধুরী, আলম পারভেজ সোহেল, পুষ্প কুমান কানু, অ্যাড আব্দুল আহাদ, আতাউর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন বাবু, আবুল হোসেন, মো. মোতাহের আলী, ওলি আহমদ খান, মোছা. জাহেদা আক্তার, জেহাদ আহমেদ চৌধুরী, মো. ফজলুর রহমান জুয়েল, মো. আবদাল হোসেন, জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম, সিপার আহমদ তরফদার, মো. লোকমান হোসেন চৌধুরী, আহমেদুর রহমান খোকন, নজরুল ইসলাম মনির, তোয়াবুর রহমান তবারক, মোস্তফা মিয়া, লক্ষ্মীমোহন সিংহ, নারায়ন রাজভর, মুজিবুর রহমান মুকুল, আব্দুল মন্নাফ (মেম্বার), সৈয়দা আখলেছা বেগম ও মো. আলী বখত।