১৪ মার্চ মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, তফসিল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ৩:৩০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৪ মার্চ। ২০২০-২০২২ সালের এই নির্বাচনের তফসিল গতকাল (১৬ ফেব্রæয়ারি) ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ৪০ জন স্থায়ী সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত করবেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. আব্দুল মোছাব্বির। সদস্য হিসেবে আছেন সৈয়দ আব্দুল মোতালেব রঞ্জু ও মুহিবুর রহমান। এছাড়া আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভেবাকেট রমা কান্ত দাশগুপ্ত।
কার্যকরী কমিটির পদগুলো হচ্ছেÑ সভাপতি, সহ-সভাপতি (২ জন), সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক (২ জন), কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য (৫ জন)
নির্বাচন কমিশন মৌলভীবাজার প্রেসক্লাব সূত্রে জানা যায়, আগামী ১৪ মার্চ শনিবার প্রেসক্লাব ভবনে দ্বি-বার্ষিক (২০২০-২০২২) নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রতিদ্ব›িদ্বতায় আগ্রহী সদস্যরা ২২ ও ২৩ ফ্রেরুয়ারি (শনি ও রবিবার) মৌলভীবাজার প্রেসক্লাব ভবনস্থ নির্বাচন কমিশন অফিস থেকে নগদ ২০ টাকা মূল্যে মনোনয়নপত্র (খ-ফরম) ক্রয় করতে পারবেন। মনোনয়নপত্র ক্রয়ের সময় বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা।
মনোনয়নপত্র জমাদানের তারিখ ২৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্রের সাথে নির্বাচানী ফি (অফেরতযোগ্য) নগদ ২০০ টাকা বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে জমা দিতে হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার ভেতর প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ২৬ ফেরুয়ারি বুধবার রাত ৮টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকাভুক্ত যে কোনো সদস্য ১০ টাকা মূল্যে ভোটার তালিকা সংগ্রহ করতে পারবেন।