কমলগঞ্জে প্রয়াত শিক্ষক ফয়জুর রহমানের স্মরণসভা
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২০, ৫:২২ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রয়াত ফয়জুর রহমানের স্মরণে সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালেকা পারভীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় হাজরা, মাহমুদুল হাসান, সাবেক শিক্ষক অপূর্ব নারায়ন, কবি আব্দুস সহিদ সাগ্নিক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
প্রয়াত ফয়জুর রহমান স্মরণে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক শাহিন আহমদ, শিক্ষক ফয়সল আল কয়েছ, প্রয়াত ফয়জুর রহমানের পিতা বজলুর রহমান, শিক্ষক আব্দুল জলিল, শিক্ষিকা শিখা রানী ঘোষ, মিজানুর রহমান স্বপন, আমিনুল ইসলাম, আজিজুর রহমান, শিক্ষক মোশাহিদ আলী, শিক্ষক গাজী সালাউদ্দিন।
এছাড়াও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. হেলাল উদ্দিন।