মৌলভীবাজারে এপ্লাস প্রাপ্তদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২০, ৫:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
পিইসি ও জেএসসি পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মৌলভীবাজারে সংবর্ধনা প্রদান করেছে সোনারবাংলা আদর্শ ক্লাব।
আজ ১১ ফেব্রæয়ারি মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দুই ইউনিয়নের প্রায় শত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়।
ক্লাবের সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক সেফুল, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধুরী ও খলিলপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইলিয়াছুর রহমান।
ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাম্মু চৌধুরী ও আলামিন কবির সোহাগের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান, সাবেক মেম্বার খালিছুর রহমান, আমিরুল ইসলাম সাহেদ, ক্লাবের সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সহ-সভাপতি জায়েদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেনÑ সহসভাপতি তোফায়েল আহমেদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মাছুম, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ টিপু, ধর্ম বিষয়ক সম্পাদক আহমেদ, আহমেদ, কায়েছ আহমেদ, মুকিদ আহমেদ, নয়ন আহমেদ, পবলু আহমেদ, তারেক আহমেদ, নয়ন আহমেদ, ইকবাল আহমেদ প্রমুখ।